গৌরীপুরে নানা আয়োজনে মীনা দিবস পালন

 প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩২ অপরাহ্ন   |   সারাদেশ

গৌরীপুরে নানা আয়োজনে মীনা দিবস পালন


শামীম খান (গৌরীপুর, ময়মনসিংহ) : 


ময়মনসিংহের গৌরীপুরে নানা আয়োজনে মীনা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার দুপুর ১২টায় উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে নানা শ্লোগান সম্বলিত ফেস্টুন ব্যানার নিয়ে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ অংশ গ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে পাবলিক হল মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফের সভাপতিত্বে আলোচনা সভা, শিশুদের গল্পের আসর, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়। 

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন।

বোকাইনগর গড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় এছাড়াও বক্তব্য রাখেন- সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ হাদিউল ইসলাম, মোঃ আব্দুর রাশিদ, চান্দের সাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন বিনতে ইসলাম প্রমুখ।

সারাদেশ এর আরও খবর: